সরকারি চাকরি

Recent Posts

কোয়ালিটি ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর ২৫, ২০২৫ Add Comment

 :জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি :


ওভেন ফ্যাক্টরির জন্য নিম্নলিখিত পদ সমূহে জরুরীভাবে লোকবল নিয়োগ করা হইবে। 


০১) লাইন চিপ। 

০২)সুইং সুপারভাইজার। 

০৩)স্যাম্পল ম্যান। ০২ জন

০৪) সুইং  কোয়ালিটি 

০৫)ফিনিশিং সুপারভাইজার 


যোগাযোগ :ফ্যাশন লুপ       লাইন লিমিটেড। 

দেওয়ান মার্কেট, কুটুরিয়া, ২০ মাইল সাভার।


হোয়াটসঅ্যাপ : ০১৬২৬৯৮৮০৪১


স্টোর অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সেপ্টেম্বর ২৪, ২০২৫ Add Comment

 সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড (ইউনিট ০১, গার্মেন্টস) বি.কে. বারি, তালতলি, মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর।


জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

অফিসার – স্টোর (অ্যাক্সেসরিজ)



যোগ্যতা ও প্রয়োজনীয়তা:

  • শূন্যপদ: ০১ টি

  • অভিজ্ঞতা: আরএমজি ফ্যাক্টরিতে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

  • মাইক্রোসফট এক্সেল এবং ইআরপি সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে

  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে

বেতন ও অন্যান্য সুবিধা:

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • ন্যায্য মূল্যে পণ্য কেনার সুবিধা

  • ই.এল., সার্ভিস বেনিফিট

  • বার্ষিক বেতন বৃদ্ধি

  • বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ

আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত নিচে উল্লেখিত ই-মেইল ঠিকানায় পাঠাতে পারেন; hr.recruit@slgbd.com

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ চাকরির স্থান: বি.কে. বারি, তালতলি, মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর।

সনিক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সনিক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সেপ্টেম্বর ২৩, ২০২৫ Add Comment

সনিক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 

Sonic (Bangladesh) LTD.

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ: ১৫-০৯-২০২৫ইং

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত Sonic (Bangladesh) LTD.-এর উৎপাদান কাজের জন্য কিছু সংখ্যক শিক্ষানবিশ কর্মী আবশ্যক।

পদের নামলিঙ্গনূন্যতম শিক্ষাগত যোগ্যতাপদসংখ্যাবয়স
শিক্ষানবিশ কর্মীমহিলা / পুরুষ৮ম শ্রেণী / এস এস সি১০০ জন১৮-৩২ বছর

উপরে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে তাদের পূর্ণ জীবন বৃত্তান্ত ১৫-০৯-২০২৫ থেকে ২৬-০৯-২০২৫ ইং এর মধ্যে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। ঠিকানা: Sonic (Bangladesh) LTD., প্লট ২৪-৪৫, সেক্টর: ০৩, উত্তরা ই. পি. জেড, সৈয়দপুর, নীলফামারী।

প্রার্থীকে আবেদন পত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে: ১। জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩। ৮ম শ্রেণী / এস এস সি সনদের ফটোকপি।

বি: দ্র: ১। উপরোক্ত প্রয়োজনীয় কাগজ পত্র ছাড়া আবেদন বাতিল করা হবে। ২। সাক্ষাৎকারের সময় জাতীয় পরিচয় পত্র এবং শিক্ষাগত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে অন্যথায় সাক্ষাৎকার বাতিল করা হবে। ৩। যে কোন ধরনের তদবির / আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অন্যথায় প্রার্থীর আবেদন / সাক্ষাৎকার বাতিল করা হবে।

উপরোক্ত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীকে ০১৭৬৭৬৩৩০০২/ ০১৭৬৪১৬২৪০৫ মোবাইলে নাম্বারে সাক্ষাৎকারের সময় এবং তারিখ জানানো হবে।

[স্বাক্ষর] মানব সম্পদ ও প্রশাসনিক বিভাগ Sonic (Bangladesh) LTD.


লাইফ কেয়ার স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

লাইফ কেয়ার স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সেপ্টেম্বর ২৩, ২০২৫ Add Comment

 🌟 শিক্ষক নিয়োগ 🌟


লাইট ফেয়ার স্কুল


📌 আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫


পদ ও যোগ্যতা


1. Assistant Teacher (Day Shift) – English


Graduate or Post Graduate in English subject


Proficiency in conducting classes in English


পদসংখ্যা: ৫


বেতন: ১৪,০০০ – ১৬,০০০ টাকা




2. সহকারী শিক্ষক (ডে শিফট)


বিজ্ঞান


রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান অথবা বিজ্ঞান গ্রুপের যেকোনো বিষয়ে অনার্স/মাস্টার্স


এসএসসি পর্যন্ত ভালোভাবে পড়াতে সক্ষম


পদসংখ্যা: ৯


বেতন: ১৪,০০০ – ১৬,০০০ টাকা



গণিত


গণিত বিষয়ে অনার্স/মাস্টার্স


এসএসসি পর্যন্ত ভালোভাবে পড়াতে সক্ষম


পদসংখ্যা: ৯


বেতন: ১৪,০০০ – ১৬,০০০ টাকা



জেনারেল সাবজেক্ট (বাংলা, BGS, ইত্যাদি)


অনার্স/মাস্টার্স


বাংলা/ইংরেজি/সামাজিক বিজ্ঞান/ধর্ম/ICT বিষয়ে ভালোভাবে পড়াতে সক্ষম


পদসংখ্যা: ৮


বেতন: ১২,০০০ – ১৪,০০০ টাকা



আরবি/ইসলামিক স্টাডিজ


অনার্স/মাস্টার্স (আরবি/ইসলামিক স্টাডিজ)


হাফেজ হলে অগ্রাধিকার


পদসংখ্যা: ৪


বেতন: ১২,০০০ – ১৪,০০০ টাকা





3. মহিলা শিক্ষক সহকারী (Evening Shift ৩:০০ – ৭:০০pm)


অষ্টম শ্রেণি পাস (আবশ্যক অগ্রগামী শিক্ষার্থী)


প্রাইমারি/উচ্চতর শ্রেণির শিক্ষকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে হবে


সুন্দর হাতের লেখা থাকতে হবে


পদসংখ্যা: ৮


বেতন: আলোচনাসাপেক্ষ






---


সুবিধা সমূহ


Provident Fund


বার্ষিক Increment


দুটি উৎসব ভাতা


বাৎসরিক Bonus


Staff Bus সুবিধা


Lunch + Snacks + Uniform + Annual Tour


📩 আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

career.lightfair@gmail.com


📞 যোগাযোগ: 019 6666 7702


🌍 ওয়েবসাইট: www.lightfairschool.com