সনিক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সেপ্টেম্বর ২৩, ২০২৫

সনিক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 

Sonic (Bangladesh) LTD.

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ: ১৫-০৯-২০২৫ইং

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত Sonic (Bangladesh) LTD.-এর উৎপাদান কাজের জন্য কিছু সংখ্যক শিক্ষানবিশ কর্মী আবশ্যক।

পদের নামলিঙ্গনূন্যতম শিক্ষাগত যোগ্যতাপদসংখ্যাবয়স
শিক্ষানবিশ কর্মীমহিলা / পুরুষ৮ম শ্রেণী / এস এস সি১০০ জন১৮-৩২ বছর

উপরে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে তাদের পূর্ণ জীবন বৃত্তান্ত ১৫-০৯-২০২৫ থেকে ২৬-০৯-২০২৫ ইং এর মধ্যে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। ঠিকানা: Sonic (Bangladesh) LTD., প্লট ২৪-৪৫, সেক্টর: ০৩, উত্তরা ই. পি. জেড, সৈয়দপুর, নীলফামারী।

প্রার্থীকে আবেদন পত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে: ১। জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩। ৮ম শ্রেণী / এস এস সি সনদের ফটোকপি।

বি: দ্র: ১। উপরোক্ত প্রয়োজনীয় কাগজ পত্র ছাড়া আবেদন বাতিল করা হবে। ২। সাক্ষাৎকারের সময় জাতীয় পরিচয় পত্র এবং শিক্ষাগত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে অন্যথায় সাক্ষাৎকার বাতিল করা হবে। ৩। যে কোন ধরনের তদবির / আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অন্যথায় প্রার্থীর আবেদন / সাক্ষাৎকার বাতিল করা হবে।

উপরোক্ত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীকে ০১৭৬৭৬৩৩০০২/ ০১৭৬৪১৬২৪০৫ মোবাইলে নাম্বারে সাক্ষাৎকারের সময় এবং তারিখ জানানো হবে।

[স্বাক্ষর] মানব সম্পদ ও প্রশাসনিক বিভাগ Sonic (Bangladesh) LTD.


Share this

Related Posts

Previous
Next Post »